বুধবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে কিশোর এ আবেদন করেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবে বলে জানায়।
আরও পড়ুন: ১০ মাস পর কারামুক্ত কার্টুনিস্ট কিশোর
কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর বলেন, ‘আমাকে গ্রেপ্তারের পর নির্যাতন করা হয়েছে। আমি এ বিষয়ে নির্যাতনকারীদের বিরুদ্ধে আদালতের কাছে মামলা নেয়ার আবেদন করেছি।’
কিশোরের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘কিশোরকে নির্যাতনের কারণে তার কানের পর্দা ফেটে গেছে। আমরা বুধবার আদালতে হেফাজতে নির্যাতন আইনে মামলা নিতে আবেদন করেছি।’
আরও পড়ুন: জামিন পেলেন কার্টুনিস্ট কিশোর
তিনি আরও বলেন, বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে পরে আদেশ দেয়া হবে বলে জানিয়েছে আদালত।
এর আগে গত ৩ মার্চ হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ কার্টুনিস্ট কিশোরের ছয় মাসের জামিন মঞ্জুর করেন। প্রায় দশ মাস পর গত ৪ মার্চ কাশিমপুর কারাগার পার্ট-২ থেকে তিনি মুক্তি পান।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রক্রিয়াগত ত্রুটি ও কার্টুনিস্ট কিশোরের অসুস্থতার কথা জানিয়ে তার জামিনের আর্জি জানিয়েছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।
আরও পড়ুন: কার্টুনিস্ট কিশোরের জামিন আবেদনের ওপর আদেশ বুধবার
গত বছর মে মাসে মুশতাক আহমেদ ও কার্টুনিস্ট আহমেদ কিশোরকে গ্রেপ্তার করে র্যাব। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা ও গুজব ছড়ানোর অভিযোগে তারাসহ মোট ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। একই মামলায় কিশোরের সাথে গ্রেপ্তার হওয়া কারাবন্দী লেখক মুশতাক আহমেদ গত ২৫ ফেব্রুয়ারি মারা যান। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিলেন।